একজন আল্লাহবিশ্বাসী মুমিনের কাছে ঈমানের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকতে পারে না। ঈমান তার কাছে নিজের জীবনের চেয়েও বেশি প্রিয়। মুমিন এমনই হয়। যে ঈমান তার কাছে এতটা প্রিয়, এতটা মর্যাদার, সেই ঈমান যখন তার মতোই আরেকজন মানুষ ধারণ করে, তখন তাদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি অনিবার্য।