
সাইবার বুলিং নিয়ে শিল্পীদের নীরব প্রতিবাদ
শুরু করলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সাদা-কালো ছবিতে মুখের উপর লিখলেন ৯; আপলোড করলেন ফেসবুকে। এই ছবির মানে, প্রতিদিন গড়ে ৯টি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন তিনি। নম্বর দিয়ে এমন প্রতিবাদের ধরন শুধু দেশেই নয়; বিশ্বেও বেশ নতুন।



