রুপার তৈরি গহনার সৌন্দর্যই অন্যরকম। রুপার চেয়ে অনেক দামি গহনাতেও যেন সেই ভিন্ন সৌন্দর্যটা পাওয়া যায় না। রুপার আছে এক ধরনের কোমল উজ্জ্বলতা, গহনা তৈরিতে যা আরো উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তাই তো সাজে ও সৌন্দর্যে রুপার গহনা জায়গা করে নিয়েছে নিজ গুণে।