রুপার গহনার যত্ন-আত্তি

তানিয়া সুলতানা
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪০

রুপার তৈরি গহনার সৌন্দর্যই অন্যরকম। রুপার চেয়ে অনেক দামি গহনাতেও যেন সেই ভিন্ন সৌন্দর্যটা পাওয়া যায় না। রুপার আছে এক ধরনের কোমল উজ্জ্বলতা, গহনা তৈরিতে যা আরো উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। তাই তো সাজে ও সৌন্দর্যে রুপার গহনা জায়গা করে নিয়েছে নিজ গুণে। তবে রুপা ততক্ষণই ভালো লাগে যতক্ষণ তা চকচকে থাকে। শখ করে রুপার গহনা বানালেন, কিন্তু কিছুদিন ব্যবহারের পরই তা কালো হয়ে গেল। নিশ্চয়ই তখন মন খারাপ হবে আপনার। বারবার ব্যবহারে খুব অল্প সময়েই এই ধাতুর গহনা লালচে এবং পরে কালচে হয়ে যায়। তাই এগুলো নিয়মিত পরিষ্কার করা খুব জরুরি।

বিজ্ঞাপন

অনেকের অভিযোগ, দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলেই কালচে হয়ে যায় ঝকঝকে রুপার গহনা। নতুনের মতো চাকচিক্য বজায় রাখতে প্রয়োজন গহনার সঠিক যত্ন ও সংরক্ষণ।

মরিচা রোধ করতে আর রুপার রূপ ধরে রাখতে চাইলে খুব সহজে অবলম্বন করতে পারেন ঘরোয়া কিছু টিপস, যা আপনার রুপার গহনাগুলোকে রাখবে নতুনের মতো ঝকঝকে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক, কীভাবে আপনার রুপার গহনা পরিষ্কার করবেন এবং যত্ন নেবেন।

রুপার গহনার যত্ন

* বাইরে থেকে ফিরে এসেই রুপার গহনাকে বাক্সে রেখে দেবেন না। বরং কিছুটা সময় বাইরে বাতাসে রাখুন। এরপর টিস্যু দিয়ে পেঁচিয়ে সুন্দর করে রাখুন।

* অন্যান্য গহনার সঙ্গে রুপার গহনাগুলো না রেখে সেগুলোকে আলাদা রাখুন। সোনা আর রুপার গহনা একসঙ্গে রাখলে রুপার বর্ণ কালচে হয়ে যায়।

* রুপার গহনা কালো হয়ে গেলে একটি বাটিতে তেঁতুল গুলে নিয়ে সেই পানিতে গহনা ১০ থেকে ১৫ মিনিট রেখে ব্রাশ দিয়ে ঘষে নিন। উজ্জ্বলতা ফিরে আসবে।

* হালকা গরম পানিতে সাদা টুথপেস্ট গুলিয়ে গহনা পরিষ্কার করুন। এতে কালচে ভাব চলে যাবে। গোল্ড-প্লেটেড গহনা কালো হয়ে গেলে সোনার দোকান থেকে রঙ করিয়ে নিন।

* হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়েও রুপার গহনা পরিষ্কার করে নিতে পারেন সহজে।

* কর্ন ফ্লাওয়ারের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এক টুকরা ভেজা কাপড়ের সাহায্যে পেস্ট গহনায় লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে শক্ত তোয়ালে ভিজিয়ে উঠিয়ে ফেলুন। চকচকে হবে রুপার গহনা।

* হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে পারেন রুপার গহনা। কয়েক ফোঁটা স্যানিটাইজার গহনায় লাগিয়ে নরম কাপড়ের সাহায্যে ঘষে নিন।

* রুপার গহনা কালচে হওয়া থেকে রক্ষা করতে চুলের কন্ডিশনার দিয়ে পরিষ্কার করতে পারেন।

* যেখানে রুপার গহনা সংরক্ষণ করবেন, সেখানে কয়েক টুকরা চক রেখে দিন। গহনা কালচে হবে না।

* আধা কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে কয়েক ঘণ্টা তাতে ডুবিয়ে রাখুন কালচে হয়ে যাওয়া রুপার গহনা। তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। ফিরে আসবে আগের ঔজ্জ্বল্য।

* দেড় কাপ পানির মধ্যে আধা কাপ গুঁড়া দুধ ও এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সারা রাত তাতে ডুবিয়ে রাখুন রুপার গহনা। পরদিন নতুনের মতোই চকচকে হবে।

Goina-2

রুপার গহনার কালচে ভাব দূর করতে আরো কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে পারেন। জেনে নিন সে পদ্ধতিগুলো—

অলিভ অয়েল ও লেবুর রস

আধা কাপ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এবার একটি কাপড়ে এই মিশ্রণ নিয়ে রুপার গহনাগুলো ভালো করে মুছে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

লবণ ও বেকিং সোডা

একটি বাটিতে সামান্য গরম পানি, দুই টেবিল চামচ লবণ ও সামান্য বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এবার রুপার গহনাগুলো এ মিশ্রণে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে রুপার গহনা অনেক দিন ভালো থাকবে।

সাদা ভিনেগার ও বেকিং সোডা

একটি বাটিতে এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে এর মধ্যে রুপার গহনা দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে ফেলুন। এতে রুপার গহনার কালচে দাগ সহজেই দূর হবে।

সিলভার পলিশ

কখনো কখনো অতিরিক্ত ব্যবহার বা দুই-একবার ব্যবহার করে খোলা অবস্থায় বহুদিন ফেলে রাখলে রুপার গহনার ওপর বাতাসের সালফারের বিক্রিয়ায় সিলভার সালফাইডের পুরু কালো প্রলেপ পড়ে যায়। ওপরের লবণপানি প্রক্রিয়া ব্যবহার করলেও বেশি পুরু হওয়ায় সেগুলো পুরোপুরি সাফ নাও হতে পারে। এমন অবস্থায় সিলভার পলিশ ব্যবহার করে আপনার রুপার গহনাগুলো নতুনের মতো করে তুলতে পারেন। রুপার গহনা পলিশ করার জন্য এটি সবচেয়ে নিরাপদ উপায়। এমনকি অ্যান্টিক গহনার ক্ষেত্রেও এটি ব্যবহার করতে পারেন। সিলভার পলিশের সঙ্গে ছোট একটি স্পঞ্জ থাকে। স্পঞ্জটি ভিজিয়ে নিয়ে তাতে সামান্য পরিমাণে পলিশ নিন। এরপর সেটি দিয়ে গহনাটি সামনে-পেছনে সোজা ঘষুন। ঘষা হলে কল ছেড়ে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে নিন, যেন এক বিন্দু পলিশও কোথাও লেগে না থাকে। তারপর পরিষ্কার নরম কাপড় দিয়ে তা মুছে ফেলুন।

সাবধানতা: আঁকাবাঁকা বা গোলাকারে ঘষবেন না। এতে গহনার গায়ে আঁচড় পড়তে পারে। যেকোনো ওষুধ বা কেমিক্যালের দোকান থেকে না কিনে গহনার দোকান থেকে ‘সিলভার পলিশ’ কেনা ভালো।

টুথপেস্ট

এক্ষেত্রে একেবারে সাদা টুথপেস্ট ব্যবহার করতে হবে। কোনোভাবেই হোয়াইটনিং ফর্মুলা, বিশেষ ধরনের দানাদার বা জেল টুথপেস্ট ব্যবহার করা যাবে না। একটি নরম ভেজা কাপড় বা স্পঞ্জ নিয়ে তাতে টুথপেস্ট নিন। এবার সেটি দিয়ে গহনাটি সামনে-পেছনে সোজা লাইনে ঘষে ঘষে পরিষ্কার করতে থাকুন। স্পঞ্জ বা কাপড় কালো হয়ে গেলে সেটি ধুয়ে আবার টুথপেস্ট লাগিয়ে ঘষুন। গহনা পরিষ্কার হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন।

সাবধানতা: টুথপেস্ট দিয়ে মৃদুভাবে ধীরে ধীরে ঘষুন। যদি মনে হয় গহনায় আঁচড় পড়ছে, তবে সঙ্গে সঙ্গে ঘষা বন্ধ করে দিন।

রুপার গহনায় পাথর থাকলেও এ মিশ্রণে তার কোনো ক্ষতি হওয়ার কথা নয়। তবে গহনাটি বা তাতে বসানো পাথর যদি খুব বেশি দামি হয়; তবে যতটা সম্ভব সাবধানে এ পদ্ধতি ব্যবহার করুন। আর সম্ভব হলে রুপার দোকানে নিয়েই পরিষ্কার করান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত