
জিম্বাবুয়ের জার্সিতে হয়তো আর মাঠে নামতে পারবেন না শন উইলিয়ামস! জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) সাফ জানিয়ে দিয়েছে, উইলিয়ামসকে আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না। গত মাসে হওয়া আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উইলিয়ামস।