জিম্বাবুয়ের ক্রিকেটে বিরাগভাজন মাদকাসক্ত শন উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১: ৩০
শন উইলিয়ামস

জিম্বাবুয়ের জার্সিতে হয়তো আর মাঠে নামতে পারবেন না শন উইলিয়ামস! জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) সাফ জানিয়ে দিয়েছে, উইলিয়ামসকে আর জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে দেওয়া হবে না। গত মাসে হওয়া আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উইলিয়ামস।

বিজ্ঞাপন

তবে জিম্বাবুয়ের জাতীয় দলে তার বিরাগভাজন হয়ে উঠার এটাই একমাত্র কারণে নয়। আসল কারণ তার মাদকাসক্তি! এ কথা অনেকটা নিশ্চিত করে বলাই যায়, ক্রিকেট ক্যারিয়ার এখন শেষ জিম্বাবুয়ের এ তারকা অলরাউন্ডারের।

জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়ে দিয়েছে, উইলিয়ামস স্বেচ্ছায় পুনর্বাসন কার্যক্রম শুরু করেছেন। ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ার ভয়ে নিজেকে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ৩৯ বছরের এ ক্রিকেটার। বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টা স্বীকারও করে নিয়েছেন। জেডসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘জেডসির চুক্তিবদ্ধ সব ক্রিকেটারের কাছ থেকে আমরা পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দলীয় নীতিমালা ও ডোপ নিয়ম মেনে চলার সর্বোচ্চ মান প্রত্যাশা করি।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত