হারারেতে আজ দারুণ ব্যাটিং করল জিম্বাবুয়ে। তাদিওয়ানাশে মারুমানির ফিফটিতে ১৯১ রানের বিশাল পুঁজি গড়েছিল স্বাগতিকরা। কিন্তু তাতে লাভ হয়নি। হিমালয়সম এই সংগ্রহও টপকে গেছে শ্রীলঙ্কা। কামিল মিশারার (৭৩*) হার না মানা হাফ-সেঞ্চুরিতে ৮ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।
ওয়ানডে দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করছে শ্রীলঙ্কা। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামছে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর ১টা ৩০ মিনিটে।
নিষেধাজ্ঞা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্রেন্ডন টেলর। এবার ওয়ানডেতেও ফিরছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। টেলরের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে ফেরাতে পেরে বেশ উচ্ছ্বসিত জিম