আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জয়ে শুরু আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
জয়ে শুরু আফগানিস্তানের

একমাত্র টেস্টে হারলেও টি-টোয়েন্টিতে আফগানিস্তানের শুরুটা হলো দুর্দান্ত। প্রথম ম্যাচেই পেল জয়। স্বাগতিক জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৫৩ রানে।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের বিশাল পুঁজি গড়ে আফগানরা। ইব্রাহিম জাদরান ৫১ ও রহমানুল্লাহ গুরবাজ ৩৯ রান এনে দেন। আজমাতুল্লাহ ওমরজাই ২৭, সেদিকুল্লাহ আতাল ২৫ ও শহীদুল্লাহ ২২* রান এনে দেন। সিকান্দার রাজা পেয়েছেন তিন উইকেট। দুটি উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি।

জবাবে ১২৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। আফগানদের হয়ে মুজিব উর রহমান ৪টি আর আজমাতুল্লাহ ওমরজাই ৩টি উইকেট নেন। দুটি উইকেট গেছে আব্দোল্লাহ আহমদজাইয়ের পকেটে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান : ১৮০/৬, ২০ ওভার (ইব্রাহিম ৫১, গুরবাজ ৩৯; রাজা ৩/২০)।

জিম্বাবুয়ে : ১২৭/১০, ১৬.১ ওভার (মাপোসা ৩২, বেনেট ২৪, ব্রাড ২৪; মুজিব ৪/২০ ও ওমরজাই ৩/২৯)।

ফল: আফগানিস্তান ৫৩ রানে জয়ী।

ম্যাচসেরা: আজমাতুল্লাহ ওমরজাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন