তিন সেঞ্চুরিতে রান পাহাড়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০২: ৪৩
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০২: ৪৫
রাচিন রবীন্দ্র

বুলাওয়েতে দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়েকে অল্প পুঁজিতে আটকে দিয়ে দুরন্ত ব্যাটিং করে যাচ্ছে নিউজিল্যান্ড। দারুণ ব্যাটিং নৈপুণ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটসম্যান- ডেভন কনওয়ে (১৫৩), হেনরি নিকোলস (১৫০ ব্যাটিং) ও রাচিন রবীন্দ্র (১৬৫ ব্যাটিং)। ত্রয়ী তারকার জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটের বিনিময়ে ৬০১ রানের পাহাড় গড়েছে অতিথি কিউইরা।

বিজ্ঞাপন

দাপুটে ব্যাটিং পারফরম্যান্সে নিউজিল্যান্ডের লিড দাঁড়িয়েছে ৪৭৬ রান। সন্দেহ নেই, রান চাপায় পড়ে জিম্বাবুয়ে এখন ইনিংস হারের দুয়ারে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১২৫/১০, ৪৮.৫ ওভার (টেলর ৪৪, সিগা ৩৩*; হেনরি ৫/৪০ ও ফোকস ৪/৩৮)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৬০১/৩, ১৩০ ওভার (কনওয়ে ১৫৩, নিকোলস ১৫০ ব্যাটিং, রাচিন ১৬৫ ব্যাটিং ও ইয়াং ৭৪ ; ট্রেভর ১/১৩১)। *দ্বিতীয় দিন শেষে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত