স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে এতোদিন টেস্টে ইনিংস ব্যবধানে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি নিউজিল্যান্ডের দখলে ছিল। ২০১২ সালের জানুয়ারিতে নেপিয়ারে আফ্রিকান দলটিকে ইনিংস ও ৩০১ রানে হারায় কিউইরা। এবার সে রেকর্ড নতুন করে গড়ল তারা। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংস শেষেই বিশাল জয়ের ভীত পায় নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের করা ১২৫ রানের জবাবে ৬০১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী দল। ৪৭৬ রানে পিছিয়ে থাকায় ইনিংস হার এড়াতে চাইলে দারুণ কিছু করে দেখাতে হতো জিম্বাবুয়ের ব্যাটারদের।
যদিও এ যাত্রাতেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি জিম্বাবুয়ে। গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। জাকারি ফোকস, জ্যাকব ডাফি, ম্যাট হেনরিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ফলশ্রুতিতে টানা দ্বিতীয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। এ আগে সিরিজের প্রথম টেস্টে তাদের ৯ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
জিম্বাবুয়ের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন হেনরি। শুরুর ধাক্কার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একে একে ফিরে যান ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দর রাজা, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া তিগা, ভিনসেন্ট মাসেকেসেরা।
স্রোতের বিপরীতে একা লড়াই করেন কেবল নিক ওয়েলস। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন এই টপঅর্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন ক্রেইগ আরভিন। বাকিদের মধ্যে কেউই দশকের ঘরে যেতে পারেননি। জিম্বাবুয়েকে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নেন ফোকস। ৩৭ রান খরচ করেন তিনি। এছাড়া হেনরি ও ডাফির শিকার দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১২৫/ ১০ ও ১১৭/১০- ২৮.১ ওভার (ওয়েলস ৪৭*, আরভিন ১৭; ফোকস ৫/৩৭)
নিউজিল্যান্ড: ৬০১/৩ (ডিক্লেয়ার)- ১৩৯ ওভার (রবীন্দ্র ১৬৫*, নিকোলস ১৫০*, কনওয়ে ১৫৩; মুজারাবানি ১/১০১)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী
জিম্বাবুয়ের বিপক্ষে এতোদিন টেস্টে ইনিংস ব্যবধানে সর্বোচ্চ জয়ের রেকর্ডটি নিউজিল্যান্ডের দখলে ছিল। ২০১২ সালের জানুয়ারিতে নেপিয়ারে আফ্রিকান দলটিকে ইনিংস ও ৩০১ রানে হারায় কিউইরা। এবার সে রেকর্ড নতুন করে গড়ল তারা। বুলাওয়ে টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ৩৫৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড।
কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংস শেষেই বিশাল জয়ের ভীত পায় নিউজিল্যান্ড। জিম্বাবুয়ের করা ১২৫ রানের জবাবে ৬০১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী দল। ৪৭৬ রানে পিছিয়ে থাকায় ইনিংস হার এড়াতে চাইলে দারুণ কিছু করে দেখাতে হতো জিম্বাবুয়ের ব্যাটারদের।
যদিও এ যাত্রাতেও ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি জিম্বাবুয়ে। গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। জাকারি ফোকস, জ্যাকব ডাফি, ম্যাট হেনরিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। ফলশ্রুতিতে টানা দ্বিতীয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। এ আগে সিরিজের প্রথম টেস্টে তাদের ৯ উইকেটে হারায় নিউজিল্যান্ড।
জিম্বাবুয়ের স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন হেনরি। শুরুর ধাক্কার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একে একে ফিরে যান ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দর রাজা, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া তিগা, ভিনসেন্ট মাসেকেসেরা।
স্রোতের বিপরীতে একা লড়াই করেন কেবল নিক ওয়েলস। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত থাকেন এই টপঅর্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন ক্রেইগ আরভিন। বাকিদের মধ্যে কেউই দশকের ঘরে যেতে পারেননি। জিম্বাবুয়েকে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নেন ফোকস। ৩৭ রান খরচ করেন তিনি। এছাড়া হেনরি ও ডাফির শিকার দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১২৫/ ১০ ও ১১৭/১০- ২৮.১ ওভার (ওয়েলস ৪৭*, আরভিন ১৭; ফোকস ৫/৩৭)
নিউজিল্যান্ড: ৬০১/৩ (ডিক্লেয়ার)- ১৩৯ ওভার (রবীন্দ্র ১৬৫*, নিকোলস ১৫০*, কনওয়ে ১৫৩; মুজারাবানি ১/১০১)
ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানে জয়ী
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে