জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১০
দারুণ ব্যাটিংয়ে ম্যাচসেরা হন কামিল মিশারা

হারারেতে আজ দারুণ ব্যাটিং করল জিম্বাবুয়ে। তাদিওয়ানাশে মারুমানির ফিফটিতে ১৯১ রানের বিশাল পুঁজি গড়েছিল স্বাগতিকরা। কিন্তু তাতে লাভ হয়নি। হিমালয়সম এই সংগ্রহও টপকে গেছে শ্রীলঙ্কা। কামিল মিশারার (৭৩*) হার না মানা হাফ-সেঞ্চুরিতে ৮ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এশিয়ান টিমটি জিতেছে ১৪ বল হাতে রেখেই। মাত্র ২ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুলে জয়ের উল্লাসে মাতে লঙ্কানরা। দুর্বার এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতল শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ১৯১/৮, ২০ ওভার (মারুমানি ৫১, রাজা ২৮, বার্ল ২৬, উইলিয়ামস ২৩; হেমন্ত ৩/৩৮ ও চামিরা ২/৩৩)।

শ্রীলঙ্কা: ১৯৩/২, ১৭.৪ ওভার (মিশারা ৭৩*, পেরেরা ৪৬*, নিসাঙ্কা ৩৩, কুশল ৩০; রাজা ১/২৯ ও এভান্স ১/২৮)।

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: কামিল মিশারা।

সিরিজ সেরা: দুষ্মন্ত চামিরা।

সিরিজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ এ জিতল শ্রীলঙ্কা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত