কনওয়ে-নিকোলস-রাচিনের সেঞ্চুরিতে রান চাপায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২০: ৪৯
হেনরি নিকোলসের সেঞ্চুরি উদযাপন

জিম্বাবুয়েকে অল্প পুঁজিতে আটকে দিয়ে দুরন্ত ব্যাটিং করে যাচ্ছে নিউজিল্যান্ড। দারুণ ব্যাটিং নৈপুণ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটসম্যান- ডেভন কনওয়ে (১৫৩), হেনরি নিকোলস (১৩৪ ব্যাটিং) ও রাচিন রবীন্দ্র (১১৭ ব্যাটিং)। ত্রয়ী তারকার জাদুকরী তিন অঙ্কের ইনিংসের সুবাদে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটের বিনিময়ে ৫৩৭ রানের পাহাড় গড়েছে অতিথি কিউইরা। ব্যাটিং ঝলক দেখিয়ে সেঞ্চুরির দেখা পাননি কেবল ওপেনার উইল ইয়াং। ৭৪ রানেই সন্তুষ্ট থাকতে হয় এ ওপেনারকে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ১২৫/১০, ৪৮.৫ ওভার (টেলর ৪৪, সিগা ৩৩*; হেনরি ৫/৪০ ও ফোকস ৪/৩৮)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৫৩৭/৩, ১২৩ ওভার (কনওয়ে ১৫৩, নিকোলস ১৩৪ ব্যাটিং, রাচিন ১১৭ ব্যাটিং ও ইয়াং ৭৪ ; ট্রেভর ১/১১২)। *অসমাপ্ত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত