আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশের নেতৃত্বে আজিজুল হাকিম

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের নেতৃত্বে আজিজুল হাকিম

২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম। রোববার বিশ্বকাপের সহ-আয়োজক দেশ জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে ১৫ সদস্যের দলটি।

বিজ্ঞাপন

যুব বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে আজিজুলরা। পরে ২০ জানুয়ারি নিউজিল্যান্ডকে ও ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করবে যুবারা।

এবারের যুব বিশ্বকাপ জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে নামিবিয়া। ১৫ জানুয়ারি ভারত-যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে শুরু হবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

বাংলাদেশ দল: আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ–অধিনায়ক), সামিউন বাসির, পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন।

স্টান্ডবাই: আবদুর রহিম, দেবাশীষ সরকার, রাফিউজ্জামান, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন