ইনিংস হারের প্রহর গুনছে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৫: ৫১
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৬: ০৮

২ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস হারের প্রহর গুনছে জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে ৬০১ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড।

তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ঘোষণা করে ব্ল্যাক ক্যাপসরা। এর আগে প্রথম ইনিংসে ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৭৬ রানে এগিয়ে থেকে প্রথম ইনিংস শেষেই বিশাল জয়ের ভীত গড়ে নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

ইনিংস হার এড়ানোর জন্য দ্বিতীয় ইনিংসে অসামান্য ব্যাটিং দৃঢ়তা দেখাতে হতো জিম্বাবুয়েকে। এমন সমীকরণে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে সামিল হয় জিম্বাবুয়ের ব্যাটারারা।

স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন ম্যাট হেনরি। শুরুর ধাক্কার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। একে একে ফিরে যান ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দর রাজা, ক্রেইগ আরভিন, তাফাদজাওয়া তিগা, ভিনসেন্ট মাসেকেসেরা।

দলীয় ৮৬ রানে অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। আউট হওয়া ৮ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ ১৭ রান করেন আরভিন। বাকি ৭ ব্যাটারের মধ্যে কেউই দশকের ঘরে যেতে পারেননি।

বাকিদের আসা যাওয়ার বিপরীতে প্রতিরোধ গড়েছেন নিক ওয়েলস। এই রিপোর্ট লেখার সময় ২৯ রানে ব্যাট করছেন তিনি। জিম্বাবুয়ের পতন হওয়া প্রথম ৮ উইকেটর মধ্যে চারটাই নেন জাকারি ফোকস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত