১৬৩ এমন কি আর বড় টার্গেট। টি-টোয়েন্টির যুগে ছোটোখাটো লক্ষ্যই বলা যায়। শ্রীলঙ্কার মতো দলের তো মামুলি এক ডেস্টিনেশন। কিন্তু সেই লঙ্কানরাই এই লক্ষ্য তাড়া করতে নেমে হলো অঘটনের শিকার। জিম্বাবুয়ের সম্মিলিত বোলিং আক্রমণে মাত্র ৯৫ রানেই গুটিয়ে গেল তারা।
পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করল জিম্বাবুয়ে। আফ্রিকার দলটির কাছে ৬৭ রানে হার মেনেছে দাসুন শানাকার দল।
শ্রীলঙ্কার হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন দাসুন শানাকা। পরের দুই অঙ্কের ইনিংস বলতে ভানুকা রাজাপাকসের ১১ রানের ইনিংস। বাকি ব্যাটসম্যানরা সন্তুষ্ট থেকে গেছেন সিঙ্গেল ডিজিটে। আরো ১২ রান অবশ্য যোগ হয়েছে তাদের স্কোরে। তবে সেটা অতিরিক্ত খাত থেকে। এমন দুই অঙ্কের স্কোরও তৃতীয় কোনো ব্যাটসম্যান পাননি।
তার আগে ৮ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ৪৯ রান। আর ম্যাচসেরা সিকান্দার রাজা এনে দেন ৪৭ রান।

