টেলরের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২: ৫০
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৩: ০১

নিষেধাজ্ঞা শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্রেন্ডন টেলর। এবার ওয়ানডেতেও ফিরছেন এই তারকা উইকেটরক্ষক ব্যাটার। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সিরিজটিতে টেলরের অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা।

তিনি বলেন, ‘টেলরকে দলে ফেরাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই পর্যায়ের ক্রিকেটে তার দারুণ অভিজ্ঞতা আছে। যেসব আমাদের কাজে লাগবে। বিশেষ করে চাপের মুহূর্তে। তার উপস্থিতি নিঃসন্দেহে ড্রেসিংরুমকে উজ্জীবিত করবে।’

বিজ্ঞাপন

এর আগে সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেন টেলর। এখন পর্যন্ত খেলা ২০৫ ওয়ানডের ২০৩ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ৬ হাজার ৬৮৪ রান। ১১ সেঞ্চুরির পাশাপাশি ৩৯টি ফিফটি হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক।

জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৯ আগস্ট। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি ম্যাচ দুটি খেলবে তারা। সিরিজটিতে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন।


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধভেরে, ক্লাইভ মাদান্ডে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নাগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত