জিম্বাবুয়েকে ফের ধসিয়ে দিলো যুবারা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ২০: ৪৪

হারারে স্পোর্টস ক্লাব মাঠে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে জিম্বাবুয়ে অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ১৬০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রিফাত বেগের ৭৭ রানে ভর করে ২৮৪ রানের বড় সংগ্রহ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। এই বিশাল লক্ষ্যের জবাবে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেনের বোলিং তোপে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

আগে ব্যাটিংয়ে নেমে রিফাত বেগের ৭৭ ছাড়াও ফরিদ হাসান ৩৮ ও মোহাম্মদ আব্দুল্লাহ করেন ৩৭ রান। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৮৪ রান। স্বাগতিকদের হয়ে শেলটন মাজভিতোরেরা ৭০ রানে নেন ৩ উইকেট। জবাবে, শুরুতে ব্যাটিংয়ে ধাক্কা খাওয়া জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ষষ্ঠ উইকেট জুটিতে ৫৪ রান যোগ করে।

তবে তামিম ও রিজানের দারুণ বোলিংয়ে জয়ের স্বপ্ন আর পূরণ হয়নি তাদের। দুজনই শিকার করেছেন তিনটি করে উইকেট। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন বেনি জুজে। এছাড়া ৩০ রান করেন মিচেল ব্লিগনাউত। রিজান ৯ রানে নেন তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২৮৪/৬, ৫০ ওভার (রিফাত ৭৭, ফরিদ ৩৮, মাজভিতোরেরা ৩/৭০)

জিম্বাবুয়ে: ১২৪/১০, ৩৫ ওভার (জুজে ৪৭, ব্লিগনাউত ৩০, রিজান ৩/৯)

ফল: বাংলাদেশ ১৬০ রানে জয়ী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত