ওয়ানডে দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করছে শ্রীলঙ্কা। আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে নামছে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর ১টা ৩০ মিনিটে। প্রথম ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প দেখছে না লঙ্কানরা। সফরকারীরা জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে চাইলেও ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি।
অধিনায়ক চারিথ আসালঙ্কার শক্তিশালী দলকে হতাশ করতে প্রস্তুত ক্যাপ্টেন ক্রেইগ আরভিনের জিম্বাবুয়েও। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ একদিনের ম্যাচও গড়াবে হারারেতে। এ ম্যাচটি খেলতে দুদল মাঠে নামবে ৩১ আগস্ট।
ওয়ানডে সিরিজ শেষে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। সংক্ষিপ্ততম সংস্করণের এই সিরিজের সবগুলো ম্যাচও হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

