আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে পালিত হবে পবিত্র রমজান মাসের মহিমান্বিত এ রাত।
মোমিনমাত্রই শবেকদর বা লাইলাতুল কদর হচ্ছে তার বড় আরাধ্য। কেন নয়; এই একটি রাতের ইবাদত যে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। জীবনে একবার যিনি এই রাত পেলেন, তিনি দীর্ঘ তেরাশি বছর ইবাদতের নেকি লাভ করবেন।