শামুকখোল পাখির রাজ্য বগুড়ার বিহারহাটবগুড়ার শিবগঞ্জের বিহারহাট গ্রামের চারপাশে রয়েছে বড় বড় বাঁশবাগান। এ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে করতোয়া নদী। পাশের গ্রাম দড়িপাড়া থেকে মমিনপুর পর্যন্ত চার কিলোমিটার আর হাপুনিয়া গ্রামে রয়েছে প্রায় তিন কিলোমিটার খাল।২১ সেপ্টেম্বর ২০২৫