
শেষ হলো শিরোনামহীনের বাতিঘর
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ চমক প্রকাশ হলো। মুক্তি পেল ‘এই অবেলায়-২’। দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এক জমকালো প্রেস কনফারেন্স ও প্রিমিয়ার শোয়ের মাধ্যমে প্রকাশ করা হয় গানচিত্রটির দুই ভাষার সংস্করণ।


