বছরের শেষে শীত মানেই কনসার্ট। চিরায়ত এই নিয়মকে সত্যি করে শহরজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। ওই কনসার্টে অংশ নিতে পাকিস্তান থেকে আসছে জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। সঙ্গে থাকছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
সেমি ক্লাসিক্যাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারাদেশে।
আয়োজকদের পক্ষ থেকে ইনফিতার দানিয়াল বলেন, উপমহাদেশের তিনটি দারুণ ব্যান্ড একসঙ্গে শীতের আমেজে গান শোনাবেন। আশা করছি আমাদের শ্রোতারা একটা সুন্দর সন্ধ্যা কাটাবেন গানে গানে। সেজন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অনলাইনে।
সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার দর্শকের জন্য এই আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দানিয়াল। তিনি জানান, আমরা দর্শকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই জায়গাটি বেছে নিয়েছি। ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দর্শকের জন্য কনসার্টের মাঠের গেইট খুলে দেওয়া হবে দুপুর ৩টায়।
টিকটিকি নামের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে কনসার্টের টিকেট। চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে গাইতে ঢাকায় এসেছিল ‘কাভিশ’। ১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে ব্যান্ডটি। তাদের প্রথম অ্যালবাম ‘গুনকালি’ আসে ২০০৯ সালে। ‘কাভিশের’ পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’সহ আরো কিছু।

