
মিলছে না শিশুদের টিকা, পিছিয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনও
পঞ্চাশ দিনের আরওয়া বিনতে বিল্লাল। জন্মের পর প্রথম টিকা পেলেও দ্বিতীয় দফায় টিকা নিতে গিয়ে দুই জেলা ঘুরেও মেলেনি। আরওয়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের বাহরাইন প্রবাসী বিল্লাল হোসেনের একমাত্র মেয়ে।
