
হাতির আক্রমণে ফের কৃষকের মৃত্যু
হাতির আক্রমণ টের পেয়ে অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আহাম্মদ আলী বাটালুর দিকে তেড়ে আসে হাতির পাল। একপর্যায়ে হাতির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
