সারা দুনিয়ায় ‘স্বাধীনতা’ শব্দটি বহুলভাবে ব্যবহৃত হয়। কথা বলার স্বাধীনতা, চিন্তা করার স্বাধীনতা, মুক্তচিন্তা, বাকস্বাধীনতা—কত কী! কিন্তু মুক্তচিন্তার নামে সংবাদমাধ্যম অনেক সময় নৈরাজ্য-সহিংসতাও উসকে দেয়। নিখিল বিশ্বে এরকম অনেক উদাহরণ পাওয়া যাবে। আলজাজিরা এ-সংক্রান্ত একাধিক লেখা প্রকাশ করেছে।
শুক্রবার রাতে খুলনার তেতুলতলায় এক হিন্দু যুবকের হত্যার বিষয়ে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। পুলিশ নিশ্চিত করেছে যে, খুলনায় অর্ণব কুমার সরকার হত্যাকাণ্ড তার ধর্মের সঙ্গে সম্পর্কিত ছিল না। স্থানীয়রা এটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবেও রিপোর্ট করেনি।