শীতে বাড়ে শিশুদের অ্যাডিনয়েড সমস্যা

শীতে বাড়ে শিশুদের অ্যাডিনয়েড সমস্যা

শীতে সর্দি-জ্বর খুব সাধারণ সমস্যা হলেও দীর্ঘ ঠান্ডা-কাশিসহ অন্যান্য কারণে শিশুর নাকের পেছনে মাংস বেড়ে যেতে পারে। একে বলে অ্যাডিনয়েড গ্রন্থির সমস্যা। নাকের পেছনে ও তালুর ওপরে থাকে অ্যাডিনয়েড গ্রন্থি (নাকের পেছনের টনসিল নামেও পরিচিত)।

২৪ জানুয়ারি ২০২৫