ডা. মো. আব্দুল হাফিজ শাফী
শীতে সর্দি-জ্বর খুব সাধারণ সমস্যা হলেও দীর্ঘ ঠান্ডা-কাশিসহ অন্যান্য কারণে শিশুর নাকের পেছনে মাংস বেড়ে যেতে পারে। একে বলে অ্যাডিনয়েড গ্রন্থির সমস্যা। নাকের পেছনে ও তালুর ওপরে থাকে অ্যাডিনয়েড গ্রন্থি (নাকের পেছনের টনসিল নামেও পরিচিত)। এটি গঠনগত দিক থেকে টনসিলের মতো, যা খালি চোখে বা বাইরে থেকে দেখা যায় না। বিশেষ ধরনের অ্যান্ডোস্কোপ অথবা ন্যাসোফেরিংস এক্স-রের মাধ্যমে বোঝা যায় শিশুটির অ্যাডিনয়েড গ্রন্থি বড় হয়েছে।
অ্যাডিনয়েড সমস্যার উপসর্গ
* শিশু মুখ হাঁ করে ঘুমায়।
* ঘুমের মধ্যে শব্দ হয় বা নাক ডাকে। হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম থেকে উঠেও যেতে পারে।
* ঘনঘন সর্দি-কাশিতে ভোগে, সহজে সারতে চায় না।
* লসিকাগ্রন্থি বড় হয়ে নাকে মাংস বাড়ে।
* ঘনঘন কানে ব্যথা, ইনফেকশন, পর্দা ফেটে যাওয়া, পানি জমা ও কম শোনার মতো সমস্যা হয়।
* ঘনঘন গলার ইনফেকশন হয়, খুসখুসে কাশির পাশাপাশি গলার স্বর বসে যায়।
* দেহে অক্সিজেনের স্বল্পতার জন্য ঘুম-ঘুম ভাব, পড়ালেখা ও স্কুলে অমনোযোগী হওয়া, বুদ্ধিমত্তা কমে যাওয়ার মতো সমস্যা হয়।
এ রোগের চিকিৎসা
শিশুদের এ ধরনের সমস্যা হলে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনেক ক্ষেত্রে শ্রবণশক্তি পরীক্ষা করতে হয়। ওষুধ হিসেবে অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, নাকের স্প্রে-ড্রপ এবং কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অনেক সময় শিশুর বয়স ১২-১৪ বছর হলেও অ্যাডিনয়েড স্বাভাবিক হয় না। তবে ওষুধের মাধ্যমে নিরাময় না হলে অপারেশন করা উচিত, যা নিরাপদ। এক্সরে পরীক্ষার মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাডিনয়েড ন্যাসোফ্যারিংসের কত শতাংশ জায়গা দখল করে আছে, তার ওপর ভিত্তি করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকে ছোট বাচ্চার অপারেশন করাতে আতঙ্কিত হয়ে থাকেন। আমরা তখন বলি, এটা ছোট বাচ্চাদেরই রোগ এবং বাচ্চা এটার জন্য কষ্ট পাচ্ছে।
প্রতিরোধে করণীয়
* ফ্রিজের খাবার, আইসক্রিম ও অতিরিক্ত ঠাণ্ডা পানি এড়িয়ে চলুন।
* ঘুমানোর সময় একটু উঁচু বালিশে শিশুকে ঘুমাতে দিন। শীতের পোশাক নিশ্চিত করুন।
* বয়স অনুযায়ী সঠিক ওজন বজায় রাখুন।
* স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং প্রচুর পানি পান করান।
* সংক্রমণ প্রতিরোধে ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে শিশুকে অভ্যস্ত করুন। শীতের রাতে ও ভোরে বাইরে বের হলে কানটুপি ব্যবহার করতে দেবেন।
লেখক: নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
শীতে সর্দি-জ্বর খুব সাধারণ সমস্যা হলেও দীর্ঘ ঠান্ডা-কাশিসহ অন্যান্য কারণে শিশুর নাকের পেছনে মাংস বেড়ে যেতে পারে। একে বলে অ্যাডিনয়েড গ্রন্থির সমস্যা। নাকের পেছনে ও তালুর ওপরে থাকে অ্যাডিনয়েড গ্রন্থি (নাকের পেছনের টনসিল নামেও পরিচিত)। এটি গঠনগত দিক থেকে টনসিলের মতো, যা খালি চোখে বা বাইরে থেকে দেখা যায় না। বিশেষ ধরনের অ্যান্ডোস্কোপ অথবা ন্যাসোফেরিংস এক্স-রের মাধ্যমে বোঝা যায় শিশুটির অ্যাডিনয়েড গ্রন্থি বড় হয়েছে।
অ্যাডিনয়েড সমস্যার উপসর্গ
* শিশু মুখ হাঁ করে ঘুমায়।
* ঘুমের মধ্যে শব্দ হয় বা নাক ডাকে। হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম থেকে উঠেও যেতে পারে।
* ঘনঘন সর্দি-কাশিতে ভোগে, সহজে সারতে চায় না।
* লসিকাগ্রন্থি বড় হয়ে নাকে মাংস বাড়ে।
* ঘনঘন কানে ব্যথা, ইনফেকশন, পর্দা ফেটে যাওয়া, পানি জমা ও কম শোনার মতো সমস্যা হয়।
* ঘনঘন গলার ইনফেকশন হয়, খুসখুসে কাশির পাশাপাশি গলার স্বর বসে যায়।
* দেহে অক্সিজেনের স্বল্পতার জন্য ঘুম-ঘুম ভাব, পড়ালেখা ও স্কুলে অমনোযোগী হওয়া, বুদ্ধিমত্তা কমে যাওয়ার মতো সমস্যা হয়।
এ রোগের চিকিৎসা
শিশুদের এ ধরনের সমস্যা হলে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। অনেক ক্ষেত্রে শ্রবণশক্তি পরীক্ষা করতে হয়। ওষুধ হিসেবে অ্যান্টিহিস্টামিন, মন্টিলুকাস্ট, নাকের স্প্রে-ড্রপ এবং কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অনেক সময় শিশুর বয়স ১২-১৪ বছর হলেও অ্যাডিনয়েড স্বাভাবিক হয় না। তবে ওষুধের মাধ্যমে নিরাময় না হলে অপারেশন করা উচিত, যা নিরাপদ। এক্সরে পরীক্ষার মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাডিনয়েড ন্যাসোফ্যারিংসের কত শতাংশ জায়গা দখল করে আছে, তার ওপর ভিত্তি করে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকে ছোট বাচ্চার অপারেশন করাতে আতঙ্কিত হয়ে থাকেন। আমরা তখন বলি, এটা ছোট বাচ্চাদেরই রোগ এবং বাচ্চা এটার জন্য কষ্ট পাচ্ছে।
প্রতিরোধে করণীয়
* ফ্রিজের খাবার, আইসক্রিম ও অতিরিক্ত ঠাণ্ডা পানি এড়িয়ে চলুন।
* ঘুমানোর সময় একটু উঁচু বালিশে শিশুকে ঘুমাতে দিন। শীতের পোশাক নিশ্চিত করুন।
* বয়স অনুযায়ী সঠিক ওজন বজায় রাখুন।
* স্বাস্থ্যকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং প্রচুর পানি পান করান।
* সংক্রমণ প্রতিরোধে ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে শিশুকে অভ্যস্ত করুন। শীতের রাতে ও ভোরে বাইরে বের হলে কানটুপি ব্যবহার করতে দেবেন।
লেখক: নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট
আন্দোলনে অংশ নেওয়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, আমরা স্পষ্টভাবে বলছি, শাকসু বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা এটা কোনোভাবেই মেনে নেবে না। যদি আগামী সোমবার ভিসি এসে নির্বাচন কমিশন গঠন করে রোডম্যাপ ঘোষণা না করেন, তাহলে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের...
৩ ঘণ্টা আগেসংগঠনের তথ্য, উপহার প্রদান, অনুভূতি বক্স এবং মেহেদি দেওয়ার জন্য উৎসবের ছাউনিতে চারটি আলাদা বুথ। সেখানে ছিল নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকরা নতুন সদস্য আহ্বান ও প্রচারপত্র বিলি করেন। ফটকের সামনে একটি ব্যানারে লেখা, ‛প্রিয় ভাইয়েরা, ভেতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।’
৩ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেছেন, ছাত্রদল নেতা ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে—কেউ যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরিয়ে না যায়।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াদ হাসানের সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা ও পর্দাশীল নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এই মন্তব্যের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
৫ ঘণ্টা আগে