জমির খারিজ সংক্রান্ত তথ্য জানতে তিনি এসিল্যান্ডকে ফোন দেন। আলাপের সময় তিনি এসিল্যান্ডকে ‘ভাই’ বলে সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে বলেন, “এসিল্যান্ডকে ভাই বলার কোনো বিধান নেই।” এরপরই তিনি ফোন কেটে দেন।
বাংলার নিজস্ব সংস্কৃতিতে শিক্ষকদের বলা হত ‘মাস্টারমশাই’ বা ‘পণ্ডিতমশাই’। কর্মকর্তাদের জন্য ব্যবহার হত ‘সাহেব’, যা এসেছে আরবি 'সাহাবী' শব্দ থেকে। তবে ব্রিটিশরা এসে ‘সাহেব’ শব্দটিকেও কর্তৃত্বের প্রতীক বানিয়ে ফেলে।