‘ভাই’ বলায় ক্ষেপে গেলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২: ০০
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৪: ৩৫

'স্যার' না বলে 'ভাই' সম্বোধন করায় ক্ষুব্ধ হয়ে ফোন কেটে দিলেন গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু। জনপ্রশাসনিক কর্মকর্তার এমন আচরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলাম জানান, জমির খারিজ সংক্রান্ত তথ্য জানতে তিনি এসিল্যান্ডকে ফোন দেন। আলাপের সময় তিনি ‘ভাই’ বলে সম্বোধন করলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে বলেন, “এসিল্যান্ডকে ভাই বলার কোনো বিধান নেই।” এরপরই তিনি ফোন কেটে দেন।

বিজ্ঞাপন

একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পরে তিনি রিসিভ করে কীভাবে তাকে সম্বোধন করতে হবে তা জেনে ফোন দিতে বলেন।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, এটি চাকরির শৃঙ্খলা লঙ্ঘনের শামিল, কারণ আইনে কাউকে 'স্যার' বলার কোনো বাধ্যবাধকতা নেই।

গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত