পানির পাখি হাঁস

পানির পাখি হাঁস

গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে হাঁস-মুরগি পালন করা হয়। যেসব হাঁস এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে তাদের আমরা পাতিহাঁস বলি। এরা নিয়মিত ‍ডিম পাড়ে এবং তা দিয়ে বাচ্চা ফুটায়। আর কিছু হাঁস আছে যারা একস্থানে স্থায়ীভাবে বসবাস করে না। রাজহাঁস ও বালিহাঁস এই প্রজাতির।

০৪ মার্চ ২০২৫