
সৌদি যুবরাজ হোয়াইট হাউস সফরে ট্রাম্পের কাছে কি চাইবেন?
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রায় ১,০০০ জন প্রতিনিধি নিয়ে সফরে যাবে। যদিও মার্কিন প্রেসিডেন্ট চূড়ান্তভাবে ৫০টি এফ-৩৫ বিমান বিক্রির চুক্তি আশা করছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, শর্তসাপেক্ষ কারণে সৌদি আরব হয়তো সরাসরি এ চুক্তি করবে না। মার্কিন শর্তগুলির মধ্যে রয়েছে “কিল সুইচ” এবং বিমান স্থানান্





