যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে কালো ধোঁয়া এবং খুব নিচ দিয়ে বিমান উড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বিস্ফোরণের শব্দে লোকজন রাস্তায় ছুটে আসে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দাবি করেছেন, ভেনেজুয়েলা হামলা শিকার হয়েছে। এ বিষয়ে জাতিসংঘকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে কারাকাসে প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছিল।
আর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, কারাকাসে কমপক্ষে সাতটি বিস্ফোরণ এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শহরের বেশ কয়েকটি স্থান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায় এবং বিমান হামলার সাইরেন শোনা যায়।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, মাদক চোরাচালান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তিনি। তার অভিযোগ, নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ অভিযানের মাধ্যমে তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার দখলে নিতে চাইছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের বিরুদ্ধে নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ১১৫ জনে দাঁড়িয়েছে।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভারতে পিঠে ফোন ঠেকিয়ে বাংলাদেশি যাচাই, তীব্র বিতর্ক
ভারতে কারাবন্দি উমর খালিদকে মামদানির চিঠি