মাদক চোরাচালানের অভিযোগ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের আন্তর্জাতিক জলসীমায় একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নৌযানটি ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের বলে ধারণা করছে মার্কিন কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক চোরাচালানের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় অভ্যত্থানের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরআগে ট্রাম্প জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোন দেয়া হয়েছে।
ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনা করতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরো বলেন, ভেনেজুয়েলার অভ্যন্তরে স্থল অভিযান চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে। বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।
নরওয়ের অসলোতে তাদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার কয়েকদিন পর এ পদক্ষেপ নেয়া হলো।