আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কিন অবরোধে সমর্থকদের বিরুদ্ধে ভেনেজুয়েলায় কঠোর আইন পাস

আমার দেশ অনলাইন

মার্কিন অবরোধে সমর্থকদের বিরুদ্ধে ভেনেজুয়েলায় কঠোর আইন পাস
ছবি: আল জাজিরা

মার্কিন নৌ-অবরোধ সমর্থনকারী ও অর্থায়নকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে আইন পাস করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। এই আইনে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা রয়েছে। মঙ্গলবার আইনটি পাস হয়। খবর আল জাজিরার।

মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কার আটক করার পর এই আইনটি পাস করা হলো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার তেল ট্যাঙ্কার জব্দ করাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও জলদস্যুতার মিল বলে আখ্যা দিয়েছে।

বিজ্ঞাপন

আইন উপস্থাপনকালে সংসদ সদস্য জিউসেপে আলেসান্দ্রেলো বলেন, এই আইন দেশের অর্থনীতি রক্ষা এবং সাধারণ মানুষের জীবনমানের অবনতি ঠেকানোর জন্য প্রয়োজনীয়।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় সামরিক উপস্থিতি বাড়িয়েছে, তেলবাহী জাহাজ জব্দ করেছে এবং মাদক পাচারের অভিযোগে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। ভেনেজুয়েলা বলছে, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ভেনেজুয়েলার প্রতিনিধি সামুয়েল মনকাদা বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন উপেক্ষা করে ভেনেজুয়েলার বিরুদ্ধে আগ্রাসী আচরণ করছে। তার ভাষায়, ভেনেজুয়েলা কোনো হুমকি নয়, হুমকি হলো যুক্তরাষ্ট্র সরকার।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...