ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলাকে অবৈধ ও বেআইনী বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো।
ভেনিজুয়েলায় মার্কিন হামলা শুরু করার কিছুক্ষণ পরেই সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সিনেটর রুবেন গ্যালেগো লেখেন, ‘এই যুদ্ধ অবৈধ।’ বলেন, এটা তার জীবেনের দ্বিতীয় অযৌক্তিক যুদ্ধ।
মার্কিন নৌবাহিনীতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন গ্যালেগো। ইরাক যুদ্ধে মোতায়েন ছিলেন তিনি।
এছাড়া, উটাহের রিপাবলিকান সিনেটর মাইক লিও সামাজিকমাধ্যমে এক্সে লেখেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ছাড়াই এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেস সদস্য লাতিন আমেরিকায় ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের দাবি ট্রাম্পের