আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদুরোর মুক্তির জন্য ভেনেজুয়েলায় কমিশন গঠন

আমার দেশ অনলাইন

মাদুরোর মুক্তির জন্য ভেনেজুয়েলায় কমিশন গঠন

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লারেসের মুক্তির লক্ষ্যে একটি বিশেষ কমিশন গঠন করেছেন। রোববার এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন বাহিনীর কারাকাসে চালানো এক অভিযানের পর মাদুরো ক্ষমতাচ্যুত হন। এর পরই তার মুক্তির বিষয়ে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার।

ডেলসি রদ্রিগেজ কমিশনের সহসভাপতি হিসেবে তার ভাই ও জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ এবং পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলকে মনোনীত করেছেন। এ ছাড়া তথ্যমন্ত্রী ফ্রেডি নানেজকেও কমিশনের সদস্য করা হয়েছে।

এদিকে মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত নিকোলাস মাদুরোকে গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি কারাগারে আটক রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে আজ সোমবার আদালতে হাজির করা হবে।

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন