ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শিগগিরই যুক্তরাষ্ট্র সফর করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। সফরটি বাস্তবায়িত হলে, গত প্রায় ২৫ বছরের মধ্যে এটি হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন ব্যতীত কোনো দায়িত্বপ্রাপ্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের প্রথম দ্বিপক্ষীয় যুক্তরাষ্ট্র সফর।
বুধবার ডেলসি রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে তার কোনো আপত্তি বা আশঙ্কা নেই। তিনি জানান, দুই দেশের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ও জটিলতা কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা চলছে।
এই সফরের সম্ভাবনা ওয়াশিংটন ও কারাকাসের সম্পর্কে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি মার্কিন ডেল্টা ফোর্সের এক অভিযানে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে বিচার চলছে।
মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এখন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকলেও তিনি যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেনেজুয়েলার তেল রপ্তানির অনুমতি দিয়েছেন, বিদেশি বিনিয়োগে সহায়তা করেছেন এবং বহু রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, সফরের নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। ভেনেজুয়েলা সরকারও আনুষ্ঠানিকভাবে সফরের ঘোষণা দেয়নি।
১৯৯০-এর দশকের পর থেকে কোনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে দ্বিপক্ষীয় সফর করেননি। হুগো শাভেজের শাসনামল থেকে দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীন, কিউবা, ইরান ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে।
সূত্র: এএফপি
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

