ইসরাইল কনস্যুলেট বন্ধ করলে চরম ব্যবস্থা নেবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৬: ২০
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮: ৫৮

ইসরাইল যদি জেরুজালেমে অবস্থিত ফরাসি কনসুলেট বন্ধ করে দেয়, তবে এর জবাবে ‘চরম ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স।

সোমবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স। সে সময় আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। এর পরপরই ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর জেরুজালেমে ফরাসি কনসুলেট বন্ধ করার প্রস্তাব উত্থাপন করেন।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় জানিয়েছে যে তারা এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। তবে বার্তায় ইসরায়েলি সরকার এ ধরনের ব্যবস্থা যেন না নেয়, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

তবে ফ্রান্স সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পদক্ষেপ শুধু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে আঘাত করবে না। বরং এর প্রতিক্রিয়া হবে শক্তিশালী, তাৎক্ষণিক এবং বহুমুখী। ফরাসি কর্মকর্তারা মনে করছেন, কনসুলেট বন্ধের উদ্যোগ একটি রাজনৈতিক প্রতিশোধের অংশ এবং এটি আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রটোকল লঙ্ঘন করবে।

উল্লেখ্য, জেরুজালেমে অবস্থিত ফরাসি কনসুলেট বহু দশক ধরে কেবল ফ্রান্সের কূটনৈতিক উপস্থিতিই নয়, বরং ফিলিস্তিনিদের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বিশ্লেষকদের মতে, এটি বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে ইসরাইল-ফ্রান্স সম্পর্কের নতুন উত্তেজনা তৈরি হবে এবং ইসরাইলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত