তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বুধবার ঘোষণা করেছেন যে, তার সরকার ৮ বছরের মধ্যে ৪০ বিলিয়ন ডলার অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করবে। কারণ গণতান্ত্রিক এই দ্বীপটি চীনা আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চায়।
গত দশকে চীনের সামরিক চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে তাইওয়ান তার প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে দিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর প্রশাসন দ্বীপটির প্রতি আরও বেশি নিজেকে রক্ষা করার জন্য চাপ দিয়েছিল।
লাই বলেন, "২০২৭ সালের মধ্যে চীনের বিরুদ্ধে একটি 'উচ্চ স্তরের' যৌথ যুদ্ধে প্রস্তুতি অর্জন করার লক্ষ্য রয়েছে।" মার্কিন কর্মকর্তারা আগেই উল্লেখ করেছেন যে, চীন হয়তো এই সময়সীমার মধ্যে তাইওয়ানে আক্রমণ করতে পারে।
লাই একটি সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের চূড়ান্ত লক্ষ্য হল এমন প্রতিরক্ষা সক্ষমতা গঠন করা যা স্থায়ীভাবে গণতান্ত্রিক তাইওয়ানকে রক্ষা করবে।" ওয়াশিংটন পোস্ট–এ এক মতামত প্রকাশের মাধ্যমে তিনি ৪০ বিলিয়ন ডলারের ব্যয় পরিকল্পনা ঘোষণা করেন।
তিনি আরও বলেন, "বেইজিং কর্তৃপক্ষ সম্প্রতি গণতান্ত্রিক তাইওয়ানকে চীনের তাইওয়ান বানানোর প্রচেষ্টা তীব্র করেছে, যা আমাদের জাতীয় নিরাপত্তা এবং তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি।"
এসআর
