আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইলন মাস্কের সাথে সম্পর্ক শেষ, বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইলন মাস্কের সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেছে। শনিবার এনবিসি নিউজকে তিনি এমন কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিলো তাদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে বলে তিনি মনে করেন কি-না। জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তেমনটাই মনে করছি’।

বিজ্ঞাপন

বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টকে এরপর যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এ সম্পর্ক আবার জোড়া লাগাতে চান কি-না তখন তিনি বলেন, ‘না’।

তার ও ইলন মাস্কের মধ্যে সামাজিক মাধ্যমে বিরোধ প্রকাশ হওয়ার পর ট্রাম্পের দিক থেকে আসা সর্বশেষ মন্তব্য এটি।

মূলত প্রেসিডেন্টের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনার পর প্রযুক্তি বিষয়ক এই ধনকুবেরের সাথে ট্রাম্পের সম্পর্কের অবনতি হয়।

হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা অল্প ব্যবধানে একটি বিশাল কর ও ব্যয় বিল পাস করে এবং গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বড় জয় এনে দেয়। এটি এখন সিনেটে আছে।

বিবিসি বলছে, রিপাবলিকানদের একটি বড় অংশই এ বিষয়ে প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইলন মাস্ক বেশি উত্তেজিত হয়ে গেছেন এবং সম্ভবত ফিরে আসার জন্য তাকে আর কখনোই স্বাগত জানানো হবে না।

ভ্যান্স একটি পডকাস্টে বলেছেন, টেসলা ও স্পেসএক্স সিইওর প্রেসিডেন্টকে আক্রমণ করা ছিলো একটি ‘বড় ভুল’।

কয়েক সপ্তাহ ধরে মাস্ক আইনে স্বাক্ষর করা নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করছেন এবং তিনি বিলটিকে ‘বড় সুন্দর বিল’ হিসেবে কটাক্ষ করেছেন।

তিনি বলেছেন, বিলটি পাস হলে জাতীয় বাজেটে এটি কয়েক ট্রিলিয়ন ডলার ঘাটতি যোগ করবে এবং তিনি সরকারের দক্ষতা বিভাগের কাজে ও সরকারের ব্যয় কমানোর জন্য যে কাজ করেছেন সেটি হেয় করা হবে।

মাস্ক ১২৯ দিন এ বিভাগে কাজ করার পর তা ছেড়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বিলটির তীব্র সমালোচনা করেছেন। তবে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা তিনি করেননি।

বৃহস্পতিবার অবশ্য ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি মাস্কের আচরণে ‘হতাশ’।

এর জবাব দিয়েছেন মাস্ক। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি বলেছেন, তিনি না থাকলে ট্রাম্প নির্বাচনে হারতেন। একই সঙ্গে তিনি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম থাকার ইঙ্গিত দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন