আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনেজুয়েলায় ‘সাধারণ ক্ষমা আইন’ প্রণয়নের ঘোষণা

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলায় ‘সাধারণ ক্ষমা আইন’ প্রণয়নের ঘোষণা

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শুক্রবার দেশে একটি গণসাধারণ ক্ষমা আইন প্রণয়নের ঘোষণা দিয়েছেন। কয়েক সপ্তাহ আগে মার্কিন অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম বড় সংস্কার উদ্যোগ।

বিজ্ঞাপন

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, রদ্রিগেজ সুপ্রিম কোর্টে শীর্ষ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বলেন, তিনি একটি ‘সাধারণ ক্ষমা আইন’ প্রস্তাব করবেন, যা ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত চলা রাজনৈতিক সহিংসতার সব ঘটনা অন্তর্ভুক্ত করবে। তিনি বলেন, এটি রাজনৈতিক সংঘাতের ক্ষত সারাতে, সহিংসতা ও চরমপন্থায় ক্ষতিগ্রস্ত বিচারব্যবস্থা পুনঃস্থাপিত করতে এবং দেশে সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।

রদ্রিগেজ একই সঙ্গে বিচারব্যবস্থার সংস্কারের লক্ষ্যে একটি ‘জাতীয় সংলাপ’ শুরুর ঘোষণা দেন এবং কারাকাসের কুখ্যাত ‘এল হেলিকোয়েড’ কারাগার বন্ধের কথাও জানান। মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, মাদুরোর প্রশাসন এই কারাগারে রাজনৈতিক বন্দীদের ওপর নির্যাতন চালাত। ভবিষ্যতে এটিকে পুলিশ সদস্য ও স্থানীয়দের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে রূপান্তর করা হবে।

রদ্রিগেজ ক্ষমতায় আসার চার সপ্তাহের মধ্যে দেশটির সমাজ ও অর্থনীতিতে দ্রুত পরিবর্তন আনার চেষ্টা করছেন। তার নেতৃত্বে নতুন আইন পাসের মাধ্যমে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ তেল খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের একটি প্রধান দাবি ছিল। এর পরই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাতের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

রাজনৈতিক বন্দিদের মুক্তি সম্পর্কেও গত ৮ জানুয়ারি মাদুরো আটক হওয়ার পাঁচ দিনের মাথায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর থেকে ৮০০ জনের বেশি বন্দি মুক্তি পেয়েছেন। তবে মানবাধিকার সংস্থা ‘ফোরো পেনাল’ জানায়, ডিসেম্বরের পর থেকে মুক্তি পেয়েছেন ৪০০-এর কম, এবং ৮ জানুয়ারির ঘোষণার পর মাত্র ৩০০ জনেরও কম।

এছাড়া তিন সপ্তাহ ধরে কারাগারের বাইরে অপেক্ষা করা স্বজনদের জন্য সুখবর—ভেনেজুয়েলার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দেশটিতে থাকা সব মার্কিন নাগরিক মুক্তি পেয়েছেন। পেরুভিয়ান-আমেরিকান রাজনৈতিক বন্দি আর্তুরো গ্যালিনো রুলিয়ার মুক্তির কয়েক ঘণ্টা পর এ ঘোষণা আসে।

ভেনেজুয়েলার নতুন প্রশাসনের সংস্কার ও রাজনৈতিক বন্দিমুক্তি কার্যক্রমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করেছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় পুনরায় কূটনৈতিক কার্যক্রম শুরু করছে। অভিজ্ঞ কূটনীতিক লরা ডগ্লুকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হিসেবে শনিবার কারাকাসে পৌঁছাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...