আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান

আমার দেশ অনলাইন

ইসরাইলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলি আর্দেসতানি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার ইরানের বিচারব্যবস্থার মিডিয়া আউটলেট মিজান এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

মিজান জানিয়েছে, "আলি আর্দেসতানিকে দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করার মাধ্যমে মোসাদ গোয়েন্দা সংস্থার পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে সর্বোচ্চ আদালতের অনুমোদন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।"

ইরান বহু বছর ধরে দেশের মধ্যে ইসরাইলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে বহু ব্যক্তিকে ফাঁসি দিচ্ছে। বিশেষত চলতি বছরের মধ্যে এ ধরনের ফাঁসির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুন মাসে ইসরাইলি ও মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সরাসরি মুখোমুখি সংঘর্ষের পরিপ্রেক্ষিতে এই ফাঁসির ঘটনা বেড়েছে।

ইরানের এই পদক্ষেপ দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে চলমান শত্রুতা ও নিরাপত্তা উদ্বেগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: রয়টার্স

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...