বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদন

বায়ুদূষণে প্রতিবছর অকালে মারা যায় ৪৫ লাখ মানুষ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৬
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০২
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে বলেছে, বায়ুদূষণ ও জলবায়ু পরিবর্তন একটি ‘দুষ্ট চক্রের’ মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে। যা হুমকির মুখে ফেলেছে বিশ্বব্যাপী স্বাস্থ্য, অর্থনীতি এবং বাস্তুতন্ত্রকে। শুক্রবার এ বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। খবর বার্তা সংস্থা আনাদোলুর

আগামী ৭ সেপ্টেম্বর ‘ক্লিন এয়ার ফর ব্লু স্কাই’ দিবসকে সামনে রেখে এ সতর্ক বার্তা দিয়েছে ডব্লিউএমও।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও বায়ু গণমান বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থার উপ-মসাসচিব কো ব্যারেট।

ব্যারেট বলেন, ‘জলবায়ু পরিবর্তন এবং বায়ুর গুণমান বিচ্ছিন্নভাবে মোকাবেলা করা যাবে না। আমাদের পৃথিবী, জনসাধারণ ও আমাদের অর্থনীতির স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে মোকাবেলা করতে হবে।’

সতর্কতায় বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোসহ যেসব মানবসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

বায়ুদূষণ স্বাস্থ্যের ক্ষতি করার পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়ন বাড়াচ্ছে, ‘দুষ্টচক্র’ তৈরি করছে।

জাতিসংঘের এই সংস্থার হিসেব মতে, পরিবেশগত বায়ু দূষণের কারণে বিশ্ব প্রতিবছর ৪৫ লাখের বেশি মানুষের অকাল মৃত্যু হচ্ছে।

ব্যারেট বলেন, ‘জলবায়ুর প্রভাব এবং বায়ুদূষণ কোনো জাতীয় সীমানা মানে না, যেমন তীব্র তাপ ও খরার ফলে দাবানল দেখা দেয়। এ বিষয়ে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং সহযোগিতা প্রয়োজন।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত