আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, তুলা অঞ্চলে অগ্নিকাণ্ড

আমার দেশ অনলাইন

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, তুলা অঞ্চলে অগ্নিকাণ্ড

রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে ইউক্রেন রাতভর ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এসব হামলায় মস্কোর দক্ষিণে অবস্থিত তুলা অঞ্চলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে বলে বুধবার আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রাজধানীর দিকে আসা অন্তত তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে জরুরি সেবা সংস্থাগুলো পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে হামলার প্রেক্ষাপটে মস্কোকে সেবা দেওয়া চারটি প্রধান বিমানবন্দরের মধ্যে দুটি সাময়িকভাবে তাদের কার্যক্রম সীমিত করেছে বলে জানিয়েছে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ১৭২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে প্রায় অর্ধেক ড্রোন ভূপাতিত হয়েছে ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে।

তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ টেলিগ্রামে জানান, ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনায় পড়ে আগুন ধরে যায়। তবে তিনি ওই শিল্প প্রতিষ্ঠানের ধরন বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি। তিনি আরও বলেন, তুলা অঞ্চলের আকাশে মোট ১২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। কিয়েভের দাবি, এসব হামলার লক্ষ্য হচ্ছে রাশিয়ার সামরিক, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো, যাতে মস্কোর যুদ্ধ সক্ষমতা ব্যাহত করা যায়। ইউক্রেনের মতে, এটি দেশটির ওপর রাশিয়ার অব্যাহত হামলার জবাব।

সূত্র: রয়টার্স

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন