ভারত সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানে মেয়েদের শিক্ষা নিষিদ্ধ নয়, আংশিকভাবে ‘স্থগিত’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২০: ১২
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ২১: ২৩

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন দেশটিতে মেয়েদের শিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়নি, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রোববার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার ভারতে আফগান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন, বর্তমানে আফগানিস্তানে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে প্রায় ২৮ লাখ মেয়ে শিক্ষার্থী রয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আফগানিস্তানের খনি, স্বাস্থ্যসেবা, কৃষি ও ক্রীড়া খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, চাবাহার বন্দর ব্যবহারের কার্যকারিতা বাড়ানো এবং আফগানিস্তান–ভারতের মধ্যে ওয়াঘা সীমান্ত ক্রসিং পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতে আটক আফগান বন্দিদের মুক্তি এবং তাদের দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার অনুরোধ তিনি ভারতীয় কর্মকর্তাদের কাছে জানিয়েছেন।

দারুল উলুম দেওবন্দ সফর প্রসঙ্গে মুত্তাকি জানান, ওই সফরে আফগানিস্তান এবং প্রতিষ্ঠানটির মধ্যে একাডেমিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের উপস্থিতি না থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না; কারিগরি সীমাবদ্ধতার কারণে কেবলমাত্র সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল।”

মুত্তাকি জোর দিয়ে বলেন, ইসলামিক আমিরাত শিক্ষার বিপক্ষে নয় এবং মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করতে সরকার যথাযথ কাঠামো ও নীতিমালা প্রণয়নে কাজ করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত