ভারত সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী
আমার দেশ অনলাইন
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন দেশটিতে মেয়েদের শিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়নি, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রোববার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শুক্রবার ভারতে আফগান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন, বর্তমানে আফগানিস্তানে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে প্রায় ২৮ লাখ মেয়ে শিক্ষার্থী রয়েছে।
তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আফগানিস্তানের খনি, স্বাস্থ্যসেবা, কৃষি ও ক্রীড়া খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, চাবাহার বন্দর ব্যবহারের কার্যকারিতা বাড়ানো এবং আফগানিস্তান–ভারতের মধ্যে ওয়াঘা সীমান্ত ক্রসিং পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতে আটক আফগান বন্দিদের মুক্তি এবং তাদের দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার অনুরোধ তিনি ভারতীয় কর্মকর্তাদের কাছে জানিয়েছেন।
দারুল উলুম দেওবন্দ সফর প্রসঙ্গে মুত্তাকি জানান, ওই সফরে আফগানিস্তান এবং প্রতিষ্ঠানটির মধ্যে একাডেমিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের উপস্থিতি না থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না; কারিগরি সীমাবদ্ধতার কারণে কেবলমাত্র সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল।”
মুত্তাকি জোর দিয়ে বলেন, ইসলামিক আমিরাত শিক্ষার বিপক্ষে নয় এবং মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করতে সরকার যথাযথ কাঠামো ও নীতিমালা প্রণয়নে কাজ করছে।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন দেশটিতে মেয়েদের শিক্ষা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়নি, বরং নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। রোববার আফগানিস্তানের গণমাধ্যম টোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শুক্রবার ভারতে আফগান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন, বর্তমানে আফগানিস্তানে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে, যার মধ্যে প্রায় ২৮ লাখ মেয়ে শিক্ষার্থী রয়েছে।
তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি আফগানিস্তানের খনি, স্বাস্থ্যসেবা, কৃষি ও ক্রীড়া খাতে ভারতীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, চাবাহার বন্দর ব্যবহারের কার্যকারিতা বাড়ানো এবং আফগানিস্তান–ভারতের মধ্যে ওয়াঘা সীমান্ত ক্রসিং পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে।
আফগান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতে আটক আফগান বন্দিদের মুক্তি এবং তাদের দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার অনুরোধ তিনি ভারতীয় কর্মকর্তাদের কাছে জানিয়েছেন।
দারুল উলুম দেওবন্দ সফর প্রসঙ্গে মুত্তাকি জানান, ওই সফরে আফগানিস্তান এবং প্রতিষ্ঠানটির মধ্যে একাডেমিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
সংবাদ সম্মেলনে মহিলা সাংবাদিকদের উপস্থিতি না থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি কোনো নীতিগত সিদ্ধান্ত ছিল না; কারিগরি সীমাবদ্ধতার কারণে কেবলমাত্র সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়েছিল।”
মুত্তাকি জোর দিয়ে বলেন, ইসলামিক আমিরাত শিক্ষার বিপক্ষে নয় এবং মেয়েদের শিক্ষাকে উৎসাহিত করতে সরকার যথাযথ কাঠামো ও নীতিমালা প্রণয়নে কাজ করছে।
ভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
২০ মিনিট আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩৩ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
১ ঘণ্টা আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগে