সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনা সদস্য ও একজন বেসামরিক দোভাষী নিহত হওয়ার ঘটনায় কঠিন প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার আইএসআইএসের বন্দুক হামলায় আরো তিন মার্কিন সেনা আহত হন। খবর আল জাজিরার।
এক বছর আগে বাশার আল-আসাদের পতনের পর মার্কিন সেনাবাহিনীর ওপর শনিবারের হামলাই ছিল সবচেয়ে প্রাণঘাতী।
সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের বাহিনীর ওপর হামলার জবাব আমরা দেব।’ তিনি জানান, আহত মার্কিন সেনা ভালো আছেন। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, আইএসআইএসকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।
ট্রাম্প পোস্টে লেখেন, ‘আইএসআইএসের এই আক্রমণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিরিয়ার বিরুদ্ধে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই হামলায় অত্যন্ত ক্ষুব্ধ এবং বিরক্ত। অত্যন্ত কঠিন প্রতিশোধ নেয়া হবে।’
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, আইএসআইএসের ওই বন্দুকধারীকে হত্যা করা হয়েছে।’
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হামলায় সিরিয়ার দুই সেনাও আহত হয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একইভাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আরএ


ইসরাইলের হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত
সিরিয়ার আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩