আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু

আমার দেশ অনলাইন

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
ছবি: রয়টার্স

আগামী বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। শুক্রবার জাতিসংঘের শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ১২ থেকে ২৯ জানুয়ারি এই মামলার শুনানি করা হবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের

শুনানির প্রথম সপ্তাহে পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া ১২ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত তার মামলার রূপরেখা তুলে ধরবে। ইসলামি সহযোগিতা সংস্থার সহায়তায় গাম্বিয়া ২০১৯ সালে আইসিজেতে মামলাটি দায়ের করে। মামলায় মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিজেদের পক্ষে বক্তব্য ও তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারবে দেশটি। আদালত সাক্ষীদের শুনানির জন্য তিন দিন বরাদ্দ করেছে।

জাতিসংঘের একটি তথ্য-অনুসন্ধানকারী মিশন জানায়, ২০১৭ সালে মিয়ানমারের সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে জোর করে প্রতিবেশী বাংলাদেশে পাঠিয়ে দিতে পরিচালিত সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ অন্তর্ভুক্ত ছিল।

মিয়ানমার জাতিসংঘের এই অনুসন্ধানকে ‘পক্ষপাতদুষ্ট এবং ত্রুটিপূর্ণ’ বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দমন অভিযানের লক্ষ্য ছিল রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে-যারা আক্রমণ চালিয়েছিল।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন