আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ

আতিকুর রহমান নগরী

ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ
মার্সেই'র কাছে একটি গাড়িতে আগুন নেভানোর চেষ্টা করছেন এক পুলিশ অফিসার। ছবি: বিবিসি

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের কাছে ছড়িয়ে পড়া একটি দ্রুতগতির দাবানলে অন্তত ১১০ জন আহত হয়েছেন। দেশটির ইন্টেরিয়র মিনিস্টার ব্রুনো রেটাইলো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০ জন দমকলকর্মী রাতভর কাজ করছেন। তবে আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর বিবিসির।

বিজ্ঞাপন

এর আগে, মার্সেইয়ের মেয়র বেনোয়া পায়াঁ বলেছেন, ‘শহরের মেরিন ফায়ারফাইটার ব্যাটালিয়ন হাতে হোসপাইপ (দমকল কর্মীরা আগুন নেভাতে এটি ব্যবহার করেন) নিয়ে যেন গেরিলা যুদ্ধে নেমেছে।’

ফ্রান্সের গণমাধ্যম বলছে, অন্তত ৪০০ জনকে তাদের বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে যেন রাস্তায় ভিড় না হয় এবং জরুরি গাড়ি চলতে পারে।

মার্সেই'র মেয়র জানিয়েছেন, দাবানলটি প্রতি মিনিটে এক দশমিক দুই কিলোমিটার হারে ছড়িয়েছে। তিনি এই পরিস্থিতির জন্য ঝোড়ো দমকা হাওয়া, ঘন গাছপালা ও খাড়া পাহাড়ি ঢালকে দায়ী করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে মার্সেইয়ের উত্তরে একটি এলাকায় আগুন সূত্রপাত। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরে যাওয়ার ফলে আগুন ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আহত ১১০ জনের মধ্যে ৯ জন দমকলকর্মী ও ২২ জন পুলিশ সদস্যও রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...