ইমরান খানের মুক্তির দাবিতে আজ পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১২: ০৮
ছবি: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তির দাবিতে আজ দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করতে যাচ্ছে দলটি। সরকার পতনের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে পিটিআই। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে সোমবার রাওয়ালপিন্ডির বেসামরিক প্রশাসন ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমার জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে, গ্যারিসন সিটিতে জনসমাবেশ এবং রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ। এখানে আদিয়ালা জেলে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান প্রায় দুই বছর ধরে আটক রয়েছেন।

১৪৪ ধারার অধীনে, মোটরসাইকেলে পিছন দিকে আরোহণ এবং অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ এবং এই সময়ের মধ্যে লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।

২০২৩ সালের এই দিনে ইমরান খান দুর্নীতির মামলায় কারাবরণ করেন। তাই পিটিআই এই দিনটিকে তাদের আন্দোলনের প্রতীকী সূচনা হিসেবে আজকের দিনটি বেছে নিয়েছে।

বিক্ষোভের আগে, পিটিআইয়ের শীর্ষ নেতা এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার একটি ভিডিও বার্তা জারি করে বলেছেন, ৫ আগস্ট সারা দেশে বিক্ষোভ হবে।

তিনি বলেন, এটি কেবল একটি প্রতিবাদ নয়, বরং একটি আন্দোলনের সূচনা। দুই বছর আগে, এই দিনেই ফ্যাসিবাদী সরকার অন্যায়ভাবে ইমরান খানকে গ্রেপ্তার করেছিল এবং গত দুই বছর ধরে তিনি কোনো কারণ ছাড়াই কারাগারে বন্দী রয়েছেন।

তিনি আরো বলেন, ‘আমরা বিচার বিভাগের কাছ থেকে ন্যায়বিচার এবং ন্যায্যতাভিত্তিক সিদ্ধান্ত দাবি করি। দুর্ভাগ্যবশত, ২৬তম সংবিধান সংশোধনীর পর, বিচার বিভাগ কার্যত সরকারের অধীনস্থ হয়ে পড়েছে। আদালতের প্রতি জনগণের আস্থা দিন দিন হ্রাস পাচ্ছে তা দুঃখজনক।’

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত