সাড়ে ৮ কোটি রুপি ব্লাডমানিতে ভারতীয় নারীকে মৃত্যুদণ্ডমুক্ত করার চেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯: ১২
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নারী

১৬ জুলাই ইয়েমেনে ভারতীয় নাগরিক নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। এ অবস্থায় ওই নারীকে বাঁচাতে চলছে সর্বোচ্চ চেষ্টা।

বিজ্ঞাপন

ইয়েমেনে ইসলামি শরিয়া অনুযায়ী ক্ষতিপূরণের মাধ্যমে মৃত্যুদণ্ড এড়ানো যায়। এখন সেই পথেই হাঁটছে ওই নারীর পরিবার। একটি সংগঠন তার জন্য এক মিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা ভারতীয় মুদ্রায় সাড়ে ৮ কোটি রুপি।

১৬ জুলাই ওই নারীর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিন বছর ধরে ইয়েমেনের কারাগারে বন্দি তিনি। তার স্বামী টমি থমাস জানিয়েছেন, প্রিয়াকে আনুষ্ঠানিকভাবে ওই দিন সম্পর্কে জানানো হয়েছে। এরপর থেকে মুষড়ে পড়েছেন তিনি।

প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ

প্রিয়া ভারতের দক্ষিণাঞ্চল কেরালার পালাক্কাদ বিভাগের কোলেনগোদের বাসিন্দা। ২০০৮ সালে ইয়েমেনে যান তিনি। সেখানে নার্স হিসেবে বিভিন্ন হাসপাতালে কাজ করার পর নিজে ক্লিনিক খোলেন।

ইয়েমেনি নাগরিক তালাল আবদো মেহদীর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেন তিনি। ২০১৭ সালে তাদের মধ্যে ব্যবসা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এরপর তিনি মেহেদীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেন।

তবে প্রিয়ার পরিবার দাবি করেছে, মেহদী তার পাসপোর্ট আটকে রেখেছিল। নিজের পাসপোর্ট পেতে তিনি মেহদীকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে ওষুধের প্রভাবে তার মৃত্যু হয়।

এরপর ইয়েমেন থেকে পালানোর সময় গ্রেপ্তান হন প্রিয়া। ২০১৮ সালে তাকে হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়।

প্রিয়াকে ছাড়াতে বিভিন্ন সংস্থা ক্যাম্পেইন করেছে। মেহদীর পরিবারকে ইসলামিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতেও চেয়েছে প্রিয়ার পরিবার। কিন্তু ক্ষতিপূরণের পরিমাণ কম হওয়ায় রাজি হয়নি মেহদীর পরিবার। এ কারণে ১৬ জুলাই মৃত্যুদণ্ড কাযকর হবে প্রিয়ার।

সূত্র: গালফ নিউজ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত